আজ, শুক্রবার | ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৩৩

ব্রেকিং নিউজ :

মাগুরার আঠারখাদা বিলে বজ্জ্রপাতে ৪ কৃষি শ্রমিক নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার আঠারখাদা রুপদাহ বিলে মঙ্গলবপুর দুপুরে বজ্জ্রপাতে ৪ কৃষি শ্রমিক মারা গেছেন।

নিহতরা হচ্ছে আঠারখাদা গ্রামের পানজু মোল্যার ছেলে রহমত মোল্যা (৬০), হোসেন মোল্যার ছেলে  সামিন মোল্যা (৫৫), ইদ্রিস মোল্যার ছেলে মননু মোল্যা (২৮)এবং আবদুল জলিল মোল্যার ছেলে আকরাম হোসেন (৫৫)।

এলাকাবাসি জানায়, মঙ্গলবার দুপুর ৩ টার দিকে তারা পার্শ্ববর্তি কান্দা বাঁশকোটা গ্রামের মকবুল হোসেনের জমিতে দৈনিক হাজিরার ভিত্তিতে পাট কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্জ্রপাতে তারা নিহত হয়।

ঘটনার পর ওই মাঠে কর্মরত অন্যান্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের মৃত অবস্থায় পানির মধ্যে পড়ে থাকতে দেখে। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে।

এদিকে খবর পেয়ে মাগুরা জেলা প্রশাসক মুহম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম নিহত পরিবারগুলোর খোঁজ খবর নেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মাগুরা জেলা প্রশাসক মুহম্মদ আতিকুর রহমান বলেন, নিহতদের লাশ দাফনের জন্যে তাৎক্ষণিকভাবে প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা দেয়া হয়েছে।

এছাড়াও দরিদ্র পরিবারগুলোকে সার্বিকভাবে সহায়তা দেয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology