মাগুরা প্রতিদিন : মাগুরার আড়পাড়া বাজারে অগ্নিকাণ্ডে নিহত সুমন কর্মকারের পরিবারের পাশে দাঁড়ালো সেনাবাহিনী।
রবিবার সকালে আড়পাড়া বাজারের কালিগঞ্জ সড়কের বসত ঘরে আটকা পড়ে সুমন কর্মকার (৪০) নামে প্যারালাইজড আক্রান্ত এক যুবকের আগুনে পুড়ে মৃত্যু হয়। সে ওই এলাকার মৃত দিলিপ কর্মকারের ছেলে।
প্রতিবেশিরা জানায়, সুমন কর্মকার দীর্ঘ ৭ বছর যাবত প্যারালাইজড আক্রান্ত হয়ে বাড়িতে পড়ে আছে। চলাচলে অক্ষম সুমন তার মা কাকলি কর্মকারের সাথে ওই বাড়িতে বসবাস করতেন। রবিবার সকালে কাকলি রায় বাড়ির বাইরে গেলে সুমন ওই ঘরের মধ্যেই শুয়ে ছিলেন। এ অবস্থায় ঘরটিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও দাউ দাউ করে জ¦লা আগুনে পুড়ে মারা যায় সুমন কর্মকার।
শালিখা ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক সঞ্জয় কুমার দেবনাথ বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগার কারণে দ্রæত আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ঘরের মধ্যে একজন পুড়ে মারা যায়। এ ঘটনায় শালিখা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে সুমন কর্মকারের নির্মম মৃত্যুর খবর পেয়ে মাগুরা সেনা ক্যাম্প কমাণ্ডার মেজর সাফিনের নেতৃত্বে সেনা কর্মকর্তারা বিভিন্ন সহায়তা নিয়ে রবিবার দুপুরে আড়পাড়া বাজারের ভস্মিভূত বাড়িতে যান। এ সময় নিহত সুমন কর্মকারের মা কাকলি কর্মকারের সাথে কথা বলে তারা সহমর্মিতা প্রকাশ করেন এবং পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা।