মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার আলোকদিয়া এলাকায় মঙ্গলবার পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে পুখরিয়া গ্রামের আনিস মোল্যা (৩৮) এবং গৃহগ্রামের শিপন শেখ (২০)।
প্রত্যক্ষদর্শিরা জানায়, সকালে আলোকদিয়া বাজার এলাকায় ইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে ভ্যান রিকসার মুখোমুখি সংঘর্ষে ভ্যান যাত্রি আনিস মোল্যা গুরুতর আহত হয়।
অপরদিকে আলোকদিয়া-পুখরিয়া সড়কের পুখরিয়া এলাকায় ইঞ্জিন চালিত নাটা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তি খাদে পড়ে গেলে হেল্পার শিপন শেখ গুরুতর আহত হয়। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
আনিস পুখরিয়া গ্রামের মোমরেজ আলির ছেলে। অপরদিকে শিপন গৃহগ্রামের সাইদ শেখের ছেলে। উভয় ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।