মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার বিভিন্ন গ্রামে ইঞ্জিনিয়ার মিরাজের নেতৃত্বে ১৪শত পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষায় হ্যাণ্ড স্যানিটাইজার এবং ত্রাণ হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।
হ্যান্ড ওয়াশ ও ত্রাণ বিতরনের সময় রুরায়্যাত হোসেন খাঁন, পুলিশ অফিসার শহীদ বাবুল, ডাঃ শাহাদাত হোসেন, নাইমুর রহমান দুর্জয়, মিলন হোসেন, সুজন হোসেন, বজলুর রহমান, মশিউর, সোহেল, ইমরান, মাফুজ, মিশোর, মামুন, মাসুমসহ বেশকিছু উদ্যোমি তরুণ অংশ নেন।
সদর উপজেলার মালঞ্চি, মতনা, ছোটফালিয়া, লক্ষ্মীপুরসহ বিভিন্ন গ্রামে স্বাস্থ্য সচেতনতায় নানা প্রচারণায়ও তারা অংশ নেন।