মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মহম্মদপুর উপজেলার উরুড়া গ্রামে শনিবার সংঘর্ষে লিপ্ত দুটি পক্ষকে ছত্রভঙ্গ করে দিতে পুলিশ বেশ কয়েক রাউন্ড সর্ট গানের গুলি নিক্ষেপ করেছে। এতে অন্তত ১২ জন কমবেশি আহত হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসি জানায়, কয়েকদিন আগে উরুড়া গ্রামে একটি ওয়াজ মাহফিলে অতিথি নির্বাচন নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। যার একটি পক্ষে ছিলেন স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বর মনিরুল ইসলাম এবং অপর পক্ষে সাবেক মেম্বর লিয়াকত হোসেন।
ওয়াজ মাহফিলের ওই বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। যার ধারবাহিকতায় শনিবার মনিরুল মেম্বরের লোকজন সাবেক মেম্বর সমর্থক হৃদয় নামে এক যুবককে ধরে আনার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় তারা ঢাল সড়কি নিয়ে মুখোমুখি হয়। মহম্মদপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্টগানের গুলি ছোড়ে। এতে বেশ কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, বড় ধরণের সংঘর্ষ এড়াতে সর্টগান থেকে ফাঁকা কয়েক রাউণ্ড গুলি ছোড়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।