মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার ঐতিহ্যবাহি ক্যাতায়নী পূজা উপলক্ষে আয়োজিত উত্সব এলাকা পরিদর্শনে অংশ নিলেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার এবং অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান।
বুধবার সন্ধ্যা থেকে রাত অবধি অতিথিরা শহরের সাতদোহা, জামরুলতলা, নতুন বাজার বটতলা ও নিজনান্দুয়ালী নিতাই গৌরগোপাল সেবাশ্রম পুজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রদ্যুত্ কুমার সিংহ, সাধারণ সম্পাদক বাসুদের কুন্ডুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শহরতলীর উত্সব এলাকা পরিদর্শনকালে উপ-মহা পরিদর্শক ড. খন্দকার মুহিদ উদ্দিন বলেন, সার্বজনিন এ উৎসবে মানুষের মিলন মেলা দেখা আমি অভিভুত। পূজা ও উত্সব এলাকার সার্বিক আইন শৃক্সখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদেরকে ধন্যবাদ।
ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে তিনি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পুজা ও উত্সব আয়োজনের জন্যে জেলা পুজা উদযাপন পরিষদকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।