মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামের ক্ষেত থেকে সখিনা (৪৫) নামে এক দিনমজুর নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের আবদুল মালেক শেখের মেয়ে।
গ্রামবাসিরা জানায়, নি:সন্তান বিধবা সখিনা বাবার বাড়ি ঘুল্লিয়া গ্রামে বসবাস করতেন। নিজের ভরণ পোষণ চালাতেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মেম্বরদের গ্রামীণ সড়ক সংস্কার কাজ করেই। কিন্তু রবিবার সকালে তার বাড়ি থেকে অন্তত এক কিলোমিটার দূরে হাতিগাড়া ব্রিজের পাশে ক্ষেতের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস বলেন, রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত সেটি উদ্ধারে তদন্ত চলছে।