মাগুরা প্রতিনিধি ডটকম : মাগুরার দুটি আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জাসদের কেন্দ্রীয় নেতা জাহিদুল আলম। তিনি শনিবার জাসদ সভাপতি হাসানুল হক ইনুর হাত থেকে মনোনয়ন পত্র গ্রহণ করেন।
জাহিদুল আলম বলেন, স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে আমার নাড়ির সম্পর্ক। তাদের সুখ দুখের সময় পাশে থাকার সুযোগ পেয়ে থাকি। তারাও আমাকে ভালবাসে। এই মাগুরার সাধারণ মানুষের জন্যে কিছু করতে পারলে ভাল লাগে।
মনোনয়ন প্রশ্নে তিনি বলেন, ১৪ দলীয় জোট যাকে মনোনয়ন দেবে তাকে বিজয়ী করতে জাসদ কাজ করবে। কিন্তু অবশ্যই তাকে স্বাধীনতার পক্ষের এবং রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তি হতে হবে। এ ক্ষেত্রে ব্যত্যয় ঘটলে জেলা জাসদ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চলতে বাধ্য হবে।