আজ, বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০৪


মাগুরার দুটি আসনের সকল প্রার্থির প্রতিক বরাদ্দ, প্রচারণা শুরু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার দুটি আসনের ১০ প্রার্থির অনুকুলে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার মাগুরা জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো: আলি আকবর মাগুরা-১ আসনের ৭ প্রার্থি এবং মাগুরা-২ আসনের ৩ প্রার্থির দলীয় প্রতিক বরাদ্দ দেন।

প্রতিক বরাদ্দ অনুষ্ঠানে মাগুরা-১ আসনের আওয়ামীগ দলীয় প্রার্থী এডভোকেট সাইফুজ্জামান শিখর উপস্থিত থেকে রিটার্নিং অফিসারের হাত থেকে ‘নৌকা’ প্রতিক গ্রহণ করেন। অন্যদিকে বিএনপি দলীয় প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে ‘ধানের শীষ’ প্রতিক গ্রহণ করেন এডভোকেট সাহেদ হাসান টগর, জাতীয় পার্টির এডভোকেট হাসান সিরাজ সুজা ‘লাঙ্গল’ প্রতীক, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (রব) প্রার্থি এম এ আউয়াল ‘তারা’ প্রতীক, এনপিপি প্রার্থী কাজী তৌহিদুল আলম ‘আম’, বিএনফ প্রার্থি মুতাসিম বিল্লাহ ‘টেলিভিশন’, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থি মাওলানা মোঃ নাজিরুল ইসলাম ‘হাতপাখা’ প্রতিক গ্রহণ করেন।

অপরদিকে মাগুরা-২ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী এড. শ্রী বীরেন শিকদার ‘নৌকা’ প্রতীক গ্রহণ করেন।বিএনপির দলীয় প্রার্থী এডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে ‘ধানের শীষ’ প্রতীক গ্রহণ করেন এডভোকেট রোকনুজ্জামান খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দলীয় প্রার্থী মুফতি মোস্তফা কামাল ‘হাতপাখা’ প্রতীক গ্রহণ করেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার ফইজুল মোল্যা প্রমুখ।

এদিকে প্রতিক বরাদ্দ পেয়েই প্রার্থিরা ভোটারদের কাছে পৌছে গেছেন। শুরু করেছেন নির্বাচনী প্রচারণা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology