মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুরে বুধবার সন্ধ্যায় মনিরুল মীর (৪৫) নামে এক সুদ কারবারিকে জবাই করে হত্যা করা হয়েছে। সে একই উপজেলার চৌগাছি গ্রামের ইসহাক মীরের ছেলে। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।
এলাকাবাসি জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ ভবনের পেছনে ধান ক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। সে এলাকায় একজন চিহ্নিত সুদ কারবারি হিসেবে পরিচিত বলে তারা জানান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলি আহমেদ মাসুদ জানান, নৃশংসভাবে তাকে কে বা কারা গলা কেটে তাকে হত্যা করে ফেলে গেছে। এছাড়াও তার শরীরে আরো কিছু আঘাতের চিহ্ন রয়েছে।
হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই খবর পাওয়া গেছে। তবে কীভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে কিংবা কারা এর সঙ্গে জড়িত আছে সেই বিষয়টির তদন্ত চলছে বলে তিনি জানান।