মাগুরা প্রতিদিন ডটকম : করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সারাদেশে ঘোষিত লকডাউনকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির (জিআর প্রকল্প) আওতায় ইউনিয়নের ৫৯৬ টি অসহায় দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
গত দুই দিনে দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কানন ট্যাগ অফিসার এবং ইউপি সদস্যদের উপস্থিতিতে মানবিক সহায়তার চাউল বিতরণ করা হয়।
দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন জানান, লক ডাউন চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবেন না। এই পরিস্থিতিতে অতি দরিদ্র ও অসহায় পরিবার যেনো খাদ্য সংকটে না পড়েন সে জন্য প্রধানমন্ত্রী এই বরাদ্দ দিয়েছেন।