নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি মাগুরা জেলাতে যোগদানকৃত নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মাগুরার অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুরসপ্তক মাগুরা।
এসময় সুরসপ্তক মাগুরার প্রতিনিধিবৃন্দ সুরসপ্তক মাগুরার প্রতিষ্ঠাতা জাহিদুল আলমের শুভেচ্ছাও পৌঁছে দেন।
গত ৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় মাগুরা জেলা শিল্পকলা আয়োজিত অনুষ্ঠানে সুরসপ্তক মাগুরার প্রশিক্ষক, শিল্পীরা জেলা প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সুরসপ্তক মাগুরার অন্যতম উপদেষ্টা মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, জ্যেষ্ঠ প্রশিক্ষক তন্দ্রা অধিকারী, প্রশিক্ষক সত্যজিত চক্রবর্তী, প্রশিক্ষক ও সমন্বয়ক সুরভী খান, স্বপ্না, জাকিরসহ অন্যান্যরা।