মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বুধবার সিদ্দিকুর রহমানকে সভাপতি এবং রকিব হোসেনকে সম্পাদক সদর উপজেলার বগিয়া ইউনিয়ন জাসদের কমিটি গঠিত হয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের বগিয়া ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে বিকালে আলোকদিয়া তাহরিনা সেলিম কেজি স্কুল প্রাঙ্গণে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
জাসদ নেতা ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিয়া ওয়াহিদ কামাল বাবলু, মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, মুক্তিযোদ্ধা ওহিদুল ইসলাম ফনি, জাতীয় আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
সভা শেষে সিদ্দিকুর রহমানকে সভাপতি এবং রকিব হোসেনকে সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।