আজ, বৃহস্পতিবার | ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১২:৩৯

ব্রেকিং নিউজ :

মাগুরার বালিদিয়ায় উন্নয়ন ও অগ্রগতি সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নে উন্নয়ন ও অগ্রগতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ওই ইউনিয়নের ঘোষপুর রিজিয়া রুবিয়া মহিলা দাখিল মাদ্রাসা চত্বরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর উপদেষ্টা আসিফ মাহমুদ এর সহকারী একান্ত সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন।

যুব অধিকার পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি ওবায়দুল্লাহ বিন হাফিজারের সভাপতিত্বে বালিদিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মহম্মদপুর উপজেলা শাখার আমীর নূর আহমদ আলী, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম ইউনুস আলী, বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, ঘোষপুর রিজিয়া-রুবিয়া মহিলা দাখিল মাদ্রাসার সহকারী সুপার আবদুল ওহাব মিলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম, গণধিকার পরিষদ মোহাম্মদপুর উপজেলা শাখার সভাপতি জামাল উদ্দিন, ছাত্র প্রতিনিধি মোঃ নাঈম, কাজী সাইফ, মোহাম্মদপুর উপজেলা ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান মামুন, রাকিবুল হাসান, সাবেক মেম্বার মোল্লা, ৫ নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম সরদার প্রমূখ।

উন্নয়ন ও অগ্রগতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মোয়াজ্জেম হোসেন তার ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের পক্ষ থেকে মাগুরা-২ আসন সহ জেলার সামগ্রিক উন্নয়নে গৃহীত নানা কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology