মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জেরে আল আমিন (২৬) নামে এক যুবক খুন হয়েছে। সে ওই গ্রামের মাঠপাড়ার শামসু শেখের ছেলে।
এলাকাবাসি জানায়, স্ত্রী প্রিয়াকে নিয়ে আল আমিনের সঙ্গে আপন চাচাতো ভাই সোহেলের বিরোধ তৈরি হয়। এরই জেরে মঙ্গলবার রাত ৮ টার দিকে তারা ধারালো দা ও লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় চাচাতো ভাই সোহেলের দায়ের আঘাতে গুরুতর জখম হয় আল আমিন। ঘটনার পর তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে উভয়ের সংঘর্ষের মধ্যে পড়ে আল আমিনের বাবা শামসু শেখ ও চাচা নওশের শেখ গুরুতর আহত হলে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও গুরুতর।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার রায় জানান, হত্যাকাণ্ড পরবর্তি সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।