মাগুরা প্রতিদিন ডটকম : শেষ খবর পাওয়া পর্যন্ত মাগুরার দুটি আসনের জন্যে বিএনপির মোট ১৯ প্রাথী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মাগুরা-১ আসনের জন্যে ৮ জন এবং মাগুরা-২ আসনের জন্যে ১১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তবে শেষ পর্যন্ত ্প্রার্থি সংখ্যা দুই ডজন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
প্রাপ্ত তথ্য মতে, মাগুরা-১ আসনে দলীয় প্রার্থী হতে মনোনয়ন পত্র সংগ্রহকারিরা হচ্ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন খান, সাবেক পৌর চেয়ারম্যান ইকবাল আকতার খান কাফুর, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলি আহমেদ, বিএনপির প্রয়াত মন্ত্রী মেজর জেনারেল মজিদ উল হকের এপিএস শামসুল আলম, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বদরুল আলম হিরো, শ্রীপুর উপজেলা বিএনপি সভাপতি আশরাফ হোসেন জোয়ারদার এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ।
অন্যদিকে মাগুরা-২ আসনের মনোনয়ন পত্র সংগ্রহকারীরা হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এড. নিতাই রায় চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি কারারুদ্ধ নেতা কাজী সালিমুল হক কামাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মতিউর রহমান, শালিখা উপজেলা বিএনপির সভাপতি মোজাফ্ফর হোসেন টুকু, কাজী সালিমুল হক কামালের ভাই কাজী ইমদাদুল হক সোনা, কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, মহম্মদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান, মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, প্রকৌশলী মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হান্নান মৃধা এবং ঢাকার ব্যবসায়ী মেহেদি আল মাসুদ।
তবে মনোনয়ন পত্র সংগ্রহকারীদের সংখ্যা আরো দুই ডজন পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে।