আজ, রবিবার | ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৫

ব্রেকিং নিউজ :

মাগুরার বিনোদপুরে আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। মাগুরা ২ আসনের অন্তর্ভুক্ত এলাকাটিতে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিএনপি প্রার্থী নিতাই রায় চৌধুরীর সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে আওয়ামীলীগ। গত ১৮ অক্টোবর ওই একই বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।

এ আসনের আওয়ামী লীগ প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদারের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক রানা আমীর ওসমান বলেন, নিতাই রায় চৌধুরীর ভায়ের নেতৃত্বে দুই শতাধিক মটরসাইকেল নিয়ে বিনোদপুর বাজারে নৌকার একটি নির্বাচনি অফিসে অতর্কিত হামলা চালায়। এতে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন কর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাত্ক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি প্রার্থী নিতাই রায় চৌধুরী। টেলিফোনে তিনি জানিয়েছেন, সোমবার মহম্মদপুর উপজেলার বিভিন্ন বাজারে বিএনপির পথসভা হয়েছে। তারই অংশ হিসেবে মিছিল বিনোদপুর পৌঁছলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় আওয়ামী লীগের কর্মীরা নিজেদের অফিস ভেঙে এখন আমাদের কর্মীদের ওপর দায় চাপাচ্ছে।

বিষয়টি নিয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানিয়েছেন, বিনোদপুরে মোট দুটি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি কর্মীরা ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পেয়েছেন তিনি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রবিউল ইসলাম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology