মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার সদর উপজেলার ঐতিহ্যবাহি বেলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত ক্যামব্রিয়ান স্মার্ট ক্যাম্পের কনভেনশন হলে পুনর্মিলনীর লোগো উন্মোচন করা হয়েছে।
লোগো উন্মোচন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক শাহিনুর ইসলাম। এরপর প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নুরুজ্জামান শিমুল, মুস্তাফিজুর রহমান, আহবাবুর রব হাবু, গোলাম মোহাম্মাদ আলিমুদ্দিন, আমিনুল ইসলাম দিপক, মোঃ শাখাওয়াত হোসেন, মোঃ নূরুল হাসান মিয়া, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ দারুল ইসলাম, মোঃ টিপু, নূর মোহাম্মদ, মোঃ শারিফুল ইসলাম, মোঃ মহিবুল্লাহ খোকন, মোঃ কায়সার হামিদ লোভন, মোঃ মিরাজুল ইসলাম, রাশেদুজ্জামান ডিউক, রফিকুল ইসলাম, মোঃ ইকবাল, মাহমুদ আরিফুল আলোম সোহাগ এবং ডাঃ জনহিত মিয়া।
আলোচনা শেষে কেক কেটে প্রথম পুনর্মিলনীর লোগো উন্মোচন এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই ক্ষুদে গানরাজ উদয়, স্বর্ণা, সেরাকন্ঠের ইমরান খন্দকার এবং মাগুরার মেয়ে শিল্পী মহুয়া লিপি।
কবিতা আবৃত্তি করেন পুরষ্কারপ্রপ্ত আবৃত্তি শিল্পী উম্মে হাবিবা ইসলাম।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন তুষার ইসলাম। অনুষ্ঠান পরিচালনা এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডাঃ রাহুল মিত্র।
উল্লেখ্য ৭৪ বছর পর এই প্রথম বেলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের মিলন মেলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য পুনর্মিলনীতে বিদ্যালয়ের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত হবেন বলে আয়োজকরা আশা করেছেন।