আজ, বুধবার | ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১১:৩০

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে গ্রামীণ বিরোধে ক্ষতিগ্রস্ত পরিবারে যুবদল নেতার ঢেউটিন বিতরণ   মাগুরায় রাস্তার পাশে শ্রমিক লীগ নেতার মরদেহ কাউকে চাঁদাবাজী করতে দেবো না-মাগুরায় জামায়াতের আমীর ডা. শফিকুর রাজনীতিক ইকবাল আখতার খান কাফুর এবং কিছু কথা মাগুরা আইনজীবী সমিতির নির্বাচনে কল্লোল সভাপতি টগর সম্পাদক নির্বাচিত ছাত্রলীগ নেত্রী নিশি এবং সুস্মিতা গ্রেফতার শালিখায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও তারণ্যের উৎস উদ্বোধন মাগুরা পৌরসভার সাবেক মেয়র ইকবাল আকতার খান কাফুরের ইন্তেকাল মাগুরার সাবেক এমপি শিখর এবং স্ত্রীর নামে দুদকে মামলা মাগুরায় ছাত্র আন্দোলনে নিহত রাব্বির সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান

মাগুরায় বৈঠাখালি মেলা দেখতে যাওয়ার পথে নৌকা ডুবিতে স্কুল ছাত্র নিখোঁজ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় রবিবার রাতে কুমার নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে অঙ্কন বিশ্বাস (১৩) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। মাগুরার মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র অঙ্কন সদর উপজেলার জার্কারটেক গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, প্রতি বছর শ্রীপুর উপজেলার দেবিনগর বৈঠাখালির তেতুলতলা ঘাটে লক্ষ্মীপূজা উপলক্ষে মেলা ও রাতে আলো জ্বালিয়ে প্রিতি ফুটবল খেলার আয়োজন করা হয়। আয়োজিত এই ফুটবল খেলা দেখার জন্যে মাগুরার সদর উপজেলার মৃগিডাঙ্গা ঘাট থেকে অনেকগুলো নৌকা ছেড়ে যায়। এর একটি নৌকা ঘাট থেকে ছাড়ার পর সন্ধ্যা ৭টার দিকে মাঝ নদীতে গিয়ে ডুবে যায়। এ সময় নৌকার অন্যান্য যাত্রিরা সাঁতরে কুলে উঠলেও স্কুলছাত্র অঙ্কন বিশ্বাস তলিয়ে যায়। বিষয়টি জানতে পেরে এলাকাবাসি তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। পরে মাগুরা ফায়ার সার্ভিসে খবর দেয়া হলেও তারা শিশুটির সন্ধ্যান পায়নি।

এ বিষয়ে মাগুরা ফায়ার সার্ভিসের দায়িত্বরত স্টাফ অমল কৃষ্ণ বসু জানান, ধারণ ক্ষমতার অতিরিক্ত মানুষ থাকায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসি জানিয়েছে। তবে কাল সকালে ছাড়া নদীতে তল্লাশি চালানো সম্ভব নয়। এ অঞ্চলে কেবলমাত্র খুলনা ফায়ার সার্ভিসেই ডুবুরি দল রয়েছে। তারা বর্তমানে মেহেরপুর জেলার বামনদি এলাকায় অভিযানে রয়েছে। তাদের খবর দেয়া হয়েছে। সোমবার সকালে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালাতে পারবে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম জানান, ঘটনার পর এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তাছাড়া নৌকা ডুবির খবর পেয়ে আয়োজকরা মেলা ও ফুটবল খেলা বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology