মাগুরা প্রতিদিন ডটকম : হাসান মোল্যা (৪০) নামে এক প্রতারককে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ। হাসান মোল্যা জেলার মহম্মদপুর উপজেলার কোমরপুর গ্রামের মৃত মাজেদ মোল্যার ছেলে।
মূলত বিভিন্ন ব্যাংক থেকে অর্থ উত্তোলনকারী বয়স্ক মানুষেরাই ছিলো শিকার। যাদেরকে সুকৌশলে দূর্বল করে সে দীর্ঘদিন ধরে হাতিয়ে নিয়ে আসছিলে নগদ অর্থ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, বৃহস্পতিবার দুপুরে মাগুরা সোনালী ব্যাংক থেকে সবিতা রানী (৬২) নামে এক বৃদ্ধ মহিলা তার বেতনের টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর সবিতা রানী ব্যাংকের সামনে এমআর রোডের সামনে দাঁড়ালে প্রতারক হাসান তার সাথে কৌশলে সখ্যতা গড়ে তোলেন এবং তাকে নিয়ে মোটর সাইকেল যোগে কলেজ পাড়া রোড দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় মহিলা তার চালাকি বুঝতে পেয়ে চিৎকার শুরু করেন।
মহিলার চিৎকারে পথচারিরা প্রতারক হাসানকে ধাওয়া নিয়ে আটকের পর গণ ধোলায় দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ আসামীর দেহ তল্লাশি করে একটি স্বর্ণের আংটি, নগদ ৪ হাজার ৬শ’ টাকা ও একটি লাল-কালো রংয়ের ১৫০ সিসি পালসার মোটর সাইকেল উদ্ধার করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, প্রতারক হাসান দীর্ঘদিন ধরে মাগুরা শহরসহ মহম্মদপুর উপজেলার বিভিন্ন স্থানে প্রতারনার মাধ্যমে সাধারণ মানুষকে নাজেহাল করে আসছিলো। তার মুল টার্গেট ছিল যারা বয়স্ক পেনশন ভাতা উত্তোলন করেন তাদের নিকট থেকে সুকৌশলে অর্থ হাতিয়ে নেওয়া।
আটক হাসানের নামে মহম্মদপুর থানায় চুরি ও প্রতারনার একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।