মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী ইয়ামিনের মরদেহ ২৪ ঘন্টা পর শুক্রবার উদ্ধার করেছে ডুবুরিদল।
ফরিদপুরের মধুখালি উপজেলার গাজনা গ্রামের রাজ্জাক শেখের ছেলে ইয়ামিন (১২) মাগুরার মহম্মদপুর উপজেলার দাতিয়াদহ গ্রামে মামা মুনসুর ফকিরের বাড়িতে থেকে লেখাপড়া করত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাতিয়াদহ গ্রামের মোল্যার ঘাট এলাকায় মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ইয়ামিন শেখ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে ইয়ামিন সহপাঠীদের সাথে নদীতে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। পরে সঙ্গীরা খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরিবারের কাছে খবর দেয়। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন নদীতে জাল টেনে ইয়ামিনকে উদ্ধারে ব্যর্থ হলে শুক্রবার সকালে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালায়।
নিখোঁজ ইয়ামিন শেখের মামা মুনসুর ফকির বলেন, আগের দিন বুধবার ইয়ামিনকে বাবুখালী আদর্শ দাখিল মাদরাসায় চতুর্থ শ্রেণিতে ভর্তি করানো হয়। তার পরিবারের লোকজন অনেক আশা করে মাগুরাতে লেখাপড়ার জন্যে পাঠিয়েছিলো।