মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে বাশার বিশ্বাস সোহাগ (৪০) নামে এক ডাকাত এনকাউন্টারে নিহত হয়েছে। সে মহম্মদপুর উপজেলার নহাটা গ্রামের গোলাম সরোয়ার বিশ্বাসের ছেলে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, রাত ২ টার দিকে উপজেলার রামপুর এলাকায় একটি মাঠের মধ্যে ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে করছিল একদল ডাকাত। এ সময় সেখানে গোলাগুলির শব্দ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গুলিবিদ্ধ অবস্থায় ওই ডাকাতকে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধারের পর মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড বন্দুকের গুলি, ৩টি গুলির খোসা এবং ৪টি রাম দা উদ্ধার করেছে। নিহত ডাকাত সোহাগের নামে মহম্মদপুর থানায় চুরি ও ডাকাতির ১২টি মামলা রয়েছে।