মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার দ্বাতিয়াদহ গ্রামে ঘরের মেঝে পরিস্কার করতে গিয়ে মঙ্গলবার সকালে রূপালি খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের জয়নাল বিশ্বাসের স্ত্রী।
পরিবারিক সূত্রে জানা গেছে, রূপালি (২২) সকালে ঘরের মেঝে পরিস্কার করতে গেলে সেখানে পড়ে থাকা বৈদ্যুতিক জড়িয়ে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।