মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা শহরের পুরাতন বাজার এলাকার ক্ষুদ্র মিষ্টি ব্যবসায়ী মাগুরার গোয়ালখালি গ্রামের বাসিন্দা সুনিল বিশ্বাসের ছেলে সুব্রত বিশ্বাস (৪১) গুরুতর লিভার রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
৫ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিত্সা শেষে বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের রেলা ইন্সটিটিউট এ ডা. মোহাম্মদ রেলা’র কাছে চিকিত্সাধীন আছেন। সেখানকার চিকিত্সকের পরামর্শমতে আগামী ১ মাসের মধ্যে তার লিভার প্রতিস্থাপন প্রয়োজন। অন্যথায় তার জীবনহানি হওয়ার চরম আশংকা রয়েছে। এজন্য কমপক্ষে ৪০ লাখ টাকা প্রয়োজন।
অথচ দেশে বিদেশে দীর্ঘ চিকিত্সা শেষে এখন অতিরিক্ত ৪০ লক্ষ টাকা যোগাড় করা তার পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।
এ অবস্থায় আর্থিক সহায়তার জন্যে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছেন সুব্রতর অসহায় বাবা সুনিল বিশ্বাস।
সুব্রতকে সহায়তা করতে জনতা ব্যাংক মাগুরা শাখার হিসাব নং-০১০০০১১১৬৯৩১১ অথবা তার ছোটভাই অনুপ বিশ্বাসের বিকাশ নম্বর- ০১৭৫৪৩২১০০৮ এ সহায়তা পাঠাতে পারেন।
আপনার সহায়তায় বেঁচে যেতে পারে একজন বাবা। পিতৃহারা হওয়া থেকে মুক্তি পেতে পারে সুব্রত বিশ্বাসের ২টি নাবালক শিশু।