মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মেয়ে লাবনি সুলতানা শিখা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
তিনি বীরমুক্তিযোদ্ধা শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বড়তলা গ্রামের আনোয়ার হোসেনের কন্যা।
মাগুরার বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার আনিসুর রহমান দিলুর স্ত্রী লাবনি সুলতানা শিখা বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শ্রীপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করছেন।
কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করায় লাবনি মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড.সাইফুজ্জামান শিখর, সংগঠনের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
লাবনি সুলতানা শিখা বলেন, দেশের সকল মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষায় নিরন্তর কাজ করে যেতে চাই। সকলের সহযোগিতায় লক্ষ্যপূরণে সক্ষম হবো আশা করি।