মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার নবাগত জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম সোমবার শালিখা উপজেলার সুধীবৃন্দের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।
বিকাল সাড়ে ৩টায় শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান।
এ সময় বক্তব্য রাখেন শালিখা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট শ্যামল কুমার দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, শালিখা প্রেসক্লাবের সভাপতি সরদার ফারুক আহমেদসহ আরো অনেকে।
পরিচিতি ও মতবিনিময় সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, আইনজীবি, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।