মাগুরা প্রতিদিন ডটকম : ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার শালিখায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
শালিখার সন্তান শহীদ সিরাজুদ্দীন হোসেনসহ সকল শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করে সম্মান জানানো হয়।
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক প্রত্যুষে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত করণের পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়।
সন্ধ্যা ৬ টায় শালিখা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়সহ উপজেলার সকল ইউনিয়নে একযোগে মোমবাতি প্রজ্বলন করা হয়।
মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানোর পূর্বে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক মোঃ আরজ আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ তফছির উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মূতি সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ।