আজ, বৃহস্পতিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৩:১৫

ব্রেকিং নিউজ :

মাগুরার শ্রীপুরে আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে বিএনপি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে শহিদ (৪৫) নামে এক আওয়ামীলীগ কর্মীকে বুধবার সকালে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। সে উপজেলার পূর্ব শ্রীকোল গ্রামের মুক্তিযোদ্ধা আকবর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১১ টার দিকে খামারপাড়া বাজারের বাবর আলীর চায়ের দোকানের সামনে স্থানীয় বিএনপি কর্মীরা শহিদ মিয়াকে একাকি পেয়ে শসস্ত্র হামলা চালায়। এক পর্যায়ে শহীদ মিয়া মাটিতে পড়ে গেলে হামলাকারিরা ধারালো অস্ত্র দিয়ে দুই হাত ও পায়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভতি করে।

পুরণো বিরোধের জের ধরে শ্রীপুর উপজেলা বিএনপি নেতা আশরাফুল আলম জোয়ারর্দারের লোকজন তার উপর হামলা চালিয়েছে বলে হাসপাতালে চিকিত্সাধিন শহীদ মিয়ার পরিবারের লোকজন দাবি করেছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology