মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার জেলা পুলিশের আয়োজনে রোববার বিকেলে শ্রীপুর ডিসি পার্কে কমিউনিটি পুলিশিং ডে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা যুবলীগ, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ ও আমলসার ইউনিয়ন পরিষদ কাবাডি দল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় আমলসার ইউনিয়ন পরিষদ কাবাডি দল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কাবাডি দলকে ১০-৪ পয়েন্টে পরাজিত করে।
খেলায় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান মিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান পিপিএম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী আহসান হাবিব, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, শ্রীপুর সদর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল। শ্রীপুর থানার এস.আই হামিদুল ইমলামের পরিচালনায় অনুষ্ঠিত এ খেলাটি এলাকার বিপুল সংখ্যক দর্শনার্থী উপভোগ করেন।