মাগুরা প্রতিদিন ডটকম : “শেখ হাসিনার নির্দেশ, জলবায়ূ সহিষ্ণু বাংলাদেশ”-এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে বিনাধান-২২ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা বিনা উপকেন্দ্রের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বৃৃহস্পতিবার দুপুরে শ্রীপুর উপজেলার চরগোয়ালপাড়া গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপার সভাপতিত্বে মাঠদিবস অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম ও বিশেষ অতিথি ময়মনসিংয়ের বিনা গবেষণা পরিচালক ড. মোঃ আব্দুল মালেক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলঅ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান, জেলা বীজ প্রত্যয়ণ কর্মকর্তা ড. মোঃ মোশাররফ হোসেন, মাগুরা বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেফাউর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনিষ্ঠ পরীক্ষণ কর্মকর্তা মৃনাল কুমার শীল ।
শ্রীপুর-গোয়ালপাড়া ব্লকের দুই শতাধিক কৃষাণ-কৃষাণীর উপস্থিতিতে মাঠ দিবস অনুষ্ঠানে আলোচকগণ স্বল্পমেয়াদি বিনাধান-২২ জাতের ধান বীজের অধিক ফলন, বীজ সংরক্ষণসহ চাষাবাদ পদ্ধতি নিয়ে বিষদভাবে আলোকপাত করেন।