মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে করোনা প্রাদূর্ভাবের কারণে ঘোষিত লকডাউনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নের রিক্সাভ্যান চালকদের মধ্যে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা উল জান্নাহ উপস্থিত থেকে ১শত ভ্যানচালকের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন।
এ সময় শ্রীপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান সহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন।