মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুশা ইছাপুর গ্রামে প্রতিবেশির ধারালো ছুরির আঘাতে মাসুদ শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গ্রামের খালে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
নিহত মাসুদ শেখ ওই গ্রামের কাসেদ শেখের ছেলে। একজন বালু ব্যাবসায়ী।
এলাকাবাসি জানায়, শনিবার বিকালে বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া খালে মাছ ধরার বিষয় নিয়ে মাসুদ শেখের স্ত্রীকে বকাঝকার পাশাপাশি অপমান করে খালের অপর পাড়ের মনিরুল ইসলামের ছেলে ইয়াসিন।
এদিকে বালু ব্যবসায়ি মাসুদ সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীকে অপমানের বিষয়টি জানতে পারে স্থানীয় মাতবরদের কাছে অভিযোগ দেয়। যার প্রেক্ষিতে গ্রাম্য কয়েকজন মাতবর ইয়াসিনকে গালমন্দ করে। এ ঘটনায় ক্ষুব্দ হয়ে ইয়াসিন সন্ধ্যা ৭টার দিকে ধারালো ছুরি নিয়ে মাসুদের উপর হামলা করে। এতে গুরুতর জখম মাসুদকে পরিবারের লোকজন পার্শ্ববর্তি লাঙ্গলবাঁধ বাজারের ক্লিনিকে নিয়ে যাবার পথেই তার মৃত্যু হয়।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাব্বারুল ইসলাম জানান, খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যাক্তিকে আটকের চেষ্টা চলছে।