আজ, বুধবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | দুপুর ১:২২

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা ও চাঁদাবাজির অভিযোগ মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার জাতীয় সঙ্গীত নিয়ে চক্রান্তের প্রতিবাদে মাগুরায় উদীচীর সঙ্গীত পরিবেশন মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদী মার্চ অনুষ্ঠিত মাগুরা সদর থানার ওসিকে প্রত্যাহারে ছাত্রদের আলটিমেটাম মাগুরায় নতুন পুলিশ সুপারের যোগদান গুলিতে নিহত শাহরিয়ার সোহানের দাফন শ্রীপুরে সম্পন্ন মাগুরায় মটর সাইকেলের ধাক্কায় পথচারির মৃত্যু জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাগুরা প্রেসক্লাবকে সাউন্ড সিস্টেম প্রদান চাকরি জাতীয়করণের দাবিতে মাগুরায় আনসার সদস্যদের মানববন্ধন সমাবেশ

মাগুরার শ্রীপুর প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সাইফুজ্জামান শিখর

মাগুরা প্রতিদিন ডটকম : শ্রীপুর উপজেলা সদরে মাগুরার শ্রীপুর প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিকাল ৫টায় ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহামুদুল গনি শাহীন, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, দৈনিক খেদমত পত্রিকার সম্পাদক খান শরাফত হোসেন, মাগুরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান স্বপন, শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিয়ার রহমান, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম সংগ্রাম, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদিয়ার রহমান মন্ডল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, সাংবাদিক ও গবেষক জাহিদ রহমান, সাংবাদিক সঞ্জয় রায় চৌধুরী, বাসসের মাগুরা প্রতিনিধি দেলোয়ার হোসেন, সাংবাদিক ইব্রাহিম আলী মোনাল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আশা খন্দকার, শ্রীপুর প্রেসক্লাবের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মিঞা শাহাদাত হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, সাংগঠনিক সম্পাদক নাসিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক আলী নূর, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ। এছাড়া শ্রীপুরে কর্মরত সকল সাংবাদিক, সুধিসমাজ, জন প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল জানান, ১৯৮৪ সালে শ্রীপুর প্রেসক্লাবের যাত্রা শুরু হলেও নিজস্ব জমি বা ভবন ছিল না। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের সহযোগিতায় এ জমি কেনার পর প্রেসক্লাবের ভবন নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। যেখানে বহুতল ভবন নির্মিত হলে উপজেলার কর্মরত সাংবাদিকরা নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন বলে আমি আশাবাদী।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology