মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার সংকোচখালী গ্রামে জেলা তথ্য অফিসের আয়োজনে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সংকোচখালি ব্রাক স্কুল প্রাঙ্গণে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত উঠান বৈঠকে মা ও শিশু স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, পুষ্টি, স্যানিটেশন, শিশুর শিক্ষা, বাল্যবিবাহ রোধ, শিশু ও নারী নির্যাতন রোধ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান । বিশেষ অতিথি ছিলেন গোপালগ্রাম ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার মোছাঃ নাছিমা খাতুন
এ উঠান বৈঠকে শতাধিক নারী-শিশু এবং কিশোরী উপস্থিত ছিলেন।