মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার শরীরে কোন প্রকার উপসর্গ নেই বলে জানা গেছে।
তিনি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন বলে তার ঘনিষ্টজনের জানিয়েছেন।
সাংসদ বীরেন শিকদারের ব্যক্তিগত সহকারী সচিব (এপিএস) শিশির সরকার জানান, শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় তিনি মঙ্গলবার চিকিৎসকের পরামর্শ নেন। এসময় করোনা পরীক্ষার জন্যে নমুনা দেয়া হয়। পরে রাতেই তিনি করোনা আক্রান্ত বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা নিশ্চিত করেন।
তবে তিনি শারীরিক ভাবে সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিচ্ছেন বলেও তিনি জানান।