মাগুরা প্রতিদিন ডটকম: মাগুরা-ঝিনাইদহ সড়কের সাইত্রিশ এলাকায় ট্রাকের ধাক্কায় তিতাস নাম এক মটরসাইকেল আরোহি নিহত হয়েছেন।
তিতাস (২৫) সদর উপজেলার সাচানি গ্রামের শহিদুল মোল্লার ছেলে।
এলাকাবাসি জানায় বুধবার সাড়ে ১১ টার দিকে তিতাস এবং আলমখালি রাজারামপুর গ্রামের সাবু মিয়ার ছেলে আজিজুর সাইত্রিশ বাজারে মটর সাইকেলে বসে গল্প করছিলেন। এমন সময় ঝিনাইদহ থেকে একটি সবজি বোঝায় মিনি ট্রাক দ্রুত গতিতে পেছন থেকে তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিতাসের মৃত্যু হয়।
দূর্ঘটনায় আহত আজিজুরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।