মাগুরা প্রতিদিন ডকটম : মাগুরার শালিখা উপজেলার সিংড়া বাজারে আওয়ামীলীগের নেতা কর্মীরা বিএনপির নির্বাচনী সমাবেশে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
মাগুরা-২ আসনের বিএনপি সর্মর্থিত প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরীর অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় শালিখা উপজেলার সিংড়া বাজারে বিএনপির পূর্ব নির্ধারিত নির্বাচনী সমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে নৌকা প্রতিকের প্রার্থী শ্রী বীরেন শিকদারের ভাই বিমালেন্দু শিকদারের নির্দেশে ধানের শীষের কর্মী সমর্থকদের উপর হামলা করে। এ সময় নয়ন মুন্সীসহ ৫ নেতাকর্মী আহত হয়।
ঘটনাস্থলে ৬ টি মোটর সাইকেল ভাংচুর করা হয় বলেও তিনি অভিযোগ করেন।
তবে বিমালেন্দু শিকদার হামলার বিষয়টি অ¯^ীকার করে বলেন, দুই প¶ের মিছিলের সময় একটু সমস্যা হয়েছিল তবে কোন সংর্ঘষের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে শালিখা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, উভয় প¶ একই জায়গায় সমাবেশ করার চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।