মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা পৌরসভার ৪নং ওয়ার্ডে রবিবার জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের পক্ষ থেকে দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সকালে ওয়ার্ডের একশত বিশ জন দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে চাল, ডাল, তেল এবং কাাঁচা মরিচ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি তুহিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সদর থানা যুবদল নেতা সাকিব মাহমুদ মানিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ত্রাণ সহায়তা দেন।