মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরাসহ যশোর অঞ্চলের বিভিন্ন জেলায় সেনা সদস্যদের জনসচেতনামূলক কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ সেনা বাহিনীর ৫৫ পদাধিক ডিভিশনের সদস্যরা রাস্তাঘাট, হাটে বাজারের যেখানেই সাধারণ জনগণকে দেখতে পাচ্ছেন তাদেরকে দাঁড় করিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।
করোনা ভাইরাস থেকে কীভাবে নিরাপদ থাকা যায় সে ব্যাপারে পরামর্শ প্রদান করেছেন তারা। কোন কোন ক্ষেত্রে তাদেরকে কীভাবে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করতে হবে সে ব্যাপারেও পরামর্শ দিতে দেখা যায়।
তারা স্থানীয় সাধারণ জনগণের মাঝে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কও প্রদান করেন। অধিক জনসমাগমপূর্ণ এলাকায় মাইকিং করে সবাইকে নিরাপদ থাকার জন্য অনুরোধ করা হয়।
জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি তারা দেশের দূর্যোগময় মুহূর্তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।