মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মাদরাসা অধ্যক্ষ আবদুর রউফ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে চতুর্থ দিনেও বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া সম্মিলনি আলিম মাদরাসার অধ্যক্ষ এবং মহম্মদপুর হাজী মোসলেম উদ্দিন মেমোরিয়াল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সভাপতি আবদুর রউফ গত ২১ মার্চ তারিখে মহম্মদপুর উপজেলার বড়রিয়া এলাকায় হামলার শিকার হন। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিত্সাধিন অবস্থায় ২৫ মার্চ বিকালে তার মৃত্যু হয়।
অধ্যক্ষ আবদুর রউফের মৃত্যুর পর এই হত্যাকাণ্ডের দায়ে স্থানীয় বালিদিয়া ইউপি চেয়ারম্যান পাননু মোল্যাকে প্রধান আসামি করে ২৬ মার্চ মহম্মদপুর থানায় একটি মামলা করা হয়েছে। কিন্তু মৃত্যুর ৩দিন পরও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কোন আসামী গ্রেফতার না হওয়ায় চতুর্থ দিনের মতো বৃহস্পতিবার মাগুরায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল সমাবেশ।
সকাল ১১ টায় মাগুরা সিদ্দীকিয়া কামিল মাদরাসা মাঠে মাগুরার সকল মাদরাসার শিক্ষক-কর্মচারি, শিক্ষার্থি, ওলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিন মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, মাগুরা জেলা ওলামা লীগের সভাপতি মিরুল বিশ্বাস, অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, উপাধ্যক্ষ কাবিয়ার রহমান, আওয়ামীলীগ নেতা শেখ আবু জেহেল সহ আরো অনেকে।
প্রতিবাদ সমাবেশ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থিরাও অংশ নেয়। পরে দুপুর সাড়ে ১২ টায় তারা শহরে বিক্ষোভ মিছিল করে মাগুরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি পেশ করে।
মাগুরার মহম্মদপুর হাজী মোসলেম উদ্দিন মেমোরিয়াল টেকনিক্যাল এণ্ড বিএম কলেজের গাছ কাটার ঘটনা নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান পান্নু মোল্যার নামে গত ৭ জানুয়ারি আদালতে মামলা দায়ের করেন কলেজটির সভাপতি আবদুর রউফ। যে ঘটনায় ক্ষুব্ধ হয়ে ২১ মার্চ তারিখে মহম্মদপুর উপজেলার বড়রিয়া এলাকায় তার উপর হামলা চালানো হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।