মাগুরা প্রতিদিন ডটকম : রাজনৈতিক আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদে যোগ দিলেন মাগুরা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আমেনা খাতুন লাবনি।
মঙ্গলবার দুপুরে জাসদ কেন্দ্রীয় কমিটির নেতা জাহিদুল আলমের বাসভবনে অনুষ্ঠিত দলীয় কর্মী সভায় উপস্থিত হয়ে ফুল দিয়ে তিনি জাসদে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জাসদ সভাপতি কামরুজ্জামান চপল, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিয়া ওয়াহিদ কামাল বাবলু, জেলা জাসদ নেতা দেলোয়ার হোসেন দিলুসহ আরো অনেকে।