মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার দুটি আসনেই বেসরকারি ফলাফলে আওয়ামীলীগ প্রার্থি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
মাগুরা-১ আসনের প্রাথী প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর পেয়েছেন ২ লক্ষ ৬৯ হাজার ৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থি মনোয়ার হোসেন খান পেয়েছেন ১৬ হাজার ৬০৬ ভোট।
মাগুরা-২ আসনে আওয়ামীলীগ প্রার্থি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বিরেন শিকদার ২ লক্ষ ২৯ হাজার ৬৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী পেয়েছেন ৫২ হাজার ৬৬৮ ভোট।
রিটার্ণিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারি ভাবে চুড়ান্ত ফলাফল ঘোষণার পর মাগুরা জেলা রিটার্নিং অফিসার ও মাগুরা জেলা প্রশাসক মো. আলি আকবর বিজয়ী প্রার্থিদের ফুলেল শুভেচ্ছা জানান।