মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার দুটি আসনে মঙ্গলবার আওয়ামীলীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তিন প্রার্থি মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মাগুরা-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থি মওলানা নাজিরুল ইসলাম দুপুরে জেলা রিটার্নিং অফিসার মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে দুপুরে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
অন্যদিকে মাগুরা-২ আসনের আওয়ামীলীগ প্রার্থি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বিরেন শিকদার সহকারী রিটার্নিং অফিসার শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং ইসলামী আন্দোলনের প্রার্থি মুফতি মোস্তফা কামাল জেলা রিটার্নিং অফিসার মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তফশিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর বুধবার।