মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ঈদে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে লক্ষ্মীপুরের এক গৃহবধূ। এছাড়াও ধর্ষণকালে ভিডিও ধারণ করে চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় রবিবার নির্যাতনের শিকার ওই গৃহবধূ তিনজনকে আসামি করে মাগুরা সদর থানায় হাজির হয়ে মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মামলার এজাহার অনুযায়ী ১৭ বছর বয়সি ওই গৃহবধূ তার স্বামীর সঙ্গে ঢাকার মিরপুরে লিমা নামে একজনের বাসায় সাবলেট হিসেবে বসবাস করেন। আর লিমা নামে ওই বাসার ভাড়াটিয়ার শ্বশুরবাড়ি মাগুরায় সদর উপজেলার বারাশিয়া গ্রামে। উভয় পরিবারের ঘনিষ্টতার সূত্রে লিমার আমন্ত্রণে নির্যাতনের শিকার ওই গৃহবধূ গত ৪ জুন তারিখে লিমার সঙ্গে তার শ্বশুর বাড়ি মাগুরার বারাশিয়াতে ঈদ করতে আসে। এ ঘটনার পর শনিবার রাত সাড়ে আটটার দিকে স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলতে ঘরের বাইরে বের হলে বারাশিয়া গ্রামের আইয়ুব মোল্লার ছেলে লিটু মোল্লা (২৭), মুরাদ মোল্লার ছেলে রেজোয়ান মোল্লা (২১) ও সাইফুল বিশ্বাসের ছেলে শামিম বিশ্বাস (২১) জোর করে মুখ বেঁধে পাশেই একটি পাট ক্ষেতে নিয়ে যায়। এরপর রেজোয়ান ও শামিম তাকে ধরে রাখে আর লিটু ধর্ষণে লিপ্ত হয়। পরে ধর্ষক লিটু ওই গৃহবধূর নগ্ন ছবি মোবাইল ফোনে ধারণ করে। শুধু তাই নয় ধর্ষণের পর তারা মোটা অংকের চাঁদা না দিলে ধর্ষণের ছবি প্রকাশ করা হবে বলেও হুমকি দেয়। বিষয়টি লিমার স্বামী জানতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় ওই গৃহবধূকে উদ্ধার করে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে জোর পূর্বক অপহরণ করে ধর্ষণ ও সহায়তা করা এবং নগ্ন ছবি, ভিডিও চিত্র ধারণ ও চাঁদা আদায়ের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ইতোমধ্যে আসামীদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে বলেও তিনি জানান।