মাগুরা প্রতিদিন ডটকম : মানবাধিকার প্রতিষ্ঠান প্রবীণদের স্মরণ শ্রদ্ধায়-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রবীণ হিতৈষি সংঘের উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রোকনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা সিভিল সার্জন মুন্সি মো. সাদ উল্লাহ, প্রবীণ হিতৈষি সংঘের সাধারণ সম্পাদক নওশের আলিসহ আরো অনেকে।