মাগুরা প্রতিদিন ডটকম : যশোরের বেনাপোল বন্দর হয়ে শনিবার রাতে বাংলাদেশে প্রবেশ করা ৫০ যাত্রিকে মাগুরার ঈগল হোটেল এবং সৈকত হোটেলের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। তারা চিকিত্সা সংক্রান্ত কাজে ভারতে গিয়েছিলো।
রাত সাড়ে ৯টার দিকে ভারত ফেরত ওইসব বাংলাদেশি নাগরিক পুলিশের তত্ত্বাবধানে মাগুরায় প্রবেশ করলে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে তাদের ওইসব কোয়ারেন্টাইন সেন্টারে উঠিয়ে দেন।
তার আগে স্বাস্থ্য বিভাগের কর্মীরা স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলতে তাদের বিভিন্ন পরামর্শ দেন।
এছাড়া মাগুরা শহরের হোটেল মন্ডল ইন্টারন্যাশনাল এবং যুব উন্নয়ন অধিদপ্তরের রেস্ট হাউজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোয়ারেন্টাইন সেন্টার ঘোষণা করা হয়েছে। সর্বসাকুলে ১৪০ জনের জন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কোয়ারেন্টাইন সেন্টার ঘোষণা করে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবু সাইদ জানান, ভারত ফেরত ওইসব যাত্রিদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলাতে। তারা এখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। এ সময় মাগুরা স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা করবেন বলেও তিনি জানান।