মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় নতুন করে করোনা আক্রান্ত আরও ৩জন রোগীর মৃত্যু হয়েছে। তাদের বয়স ৪১-৬০ বছরের মধ্যে। এ নিয়ে মাগুরায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে।
এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় ১৯৭ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জন নতুন করে আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৩০ শতাংশ।
মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া তিনজনই পুরুষ। তাদের বাড়ি মাগুরা শহরের নিজনান্দুয়ালি, দোয়ারপাড় এবং অপর জন মহম্মদপুর।
মাগুরায় এ পর্যন্ত মোট ১০ হাজার ১৮১ জনের নমুনা পরীক্ষায় মোট ১ হাজার ৯৬০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬৫ জন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। হোম আইসোলেশনে আছেন ৫১২ জন। বাকিরা সুস্থ্য হয়ে গেছেন বলে তিনি জানান।