মাগুরা প্রতিদিন ডটকম : ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় মাগুরায় আয়োজিত দুইদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে সহস্রাধিক রোগীকে চিকিত্সা, বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা এবং ওষধপত্র দেয়া হয়েছে।
ইনজিনিয়াস হেলথ কেয়ার ও সৌহার্দ্য ফাউন্ডেশনের উদ্যোগে “নিজ বাড়ি নিজ হাসপাতাল-করোনামুক্ত বাংলাদেশ” প্রকল্পের আওতায় শুক্রবার মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজ এবং শনিবার মাগুরা শহরে শিশু ও চক্ষু হাসপাতালে অনুষ্ঠিত হয় দুইদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প।
উভয় ক্যাম্পের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম।
শনিবার সকাল সাড়ে ১০ টায় এই মাগুরায় বিশিষ্ট সমাজসেবক আবদুর রউফ মাখনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) জাহিদুল আলম, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, সাংবাদিক জাহিদ রহমান বক্তব্য রাখেন।
দেশবরেণ্য বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ এবং ইনজিনিয়াস হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাঃ রাশিদুল হাসানের নেতৃত্বে একদল চিকিত্সক ফুসফুস ও ঠাণ্ডাজনিত রোগের পরীক্ষা-নিরীক্ষা, ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করেন।