মাগুরা প্রতিদিন ডটকম : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বৃহস্পতিবার মাগুরা আছিয়া খাতুন রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্র ও ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
সদর উপজেলার বেলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডুর সভাপতিত্বে রক্তদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ শিক্ষক আব্দুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লাইলা জলি।
এ সময় অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা বদরুল আলম, বিচারপতি এডভোকেট খায়রুল আলম, সাবেক পৌর মেয়র আবদুল গফুর, জাসদ কেন্দ্রীয় কমিটির নেতা জাহিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
রক্তদান অনুষ্ঠানে প্রায় ১শ যুবক রক্তদাতা হিসেবে নাম নিবন্ধনের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান করেন।