মাগুরা প্রতিদিন ডটকম : ধর্মীয় ভাবগাম্ভির্য় এবং বিপুল উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরা জেলার ৭৩০ টি গ্রামে মুসলিমদের বৃহত্ ধর্মীয় উত্সব ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বৃষ্টির কারণে অধিকাংশ ঈদগাহ কর্দমাক্ত থাকায় জেলার ৪ উপজেলার ১হাজার ৪শ ৯২টি মসজিদে ঈদের জামাত অনষ্ঠিত হয়। জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় মাগুরা নোমানী ময়দান ঈদগাহ মাঠে। জামাতে ইমামতি করেন মাগুরা জামে মসজিদের পেশ ইমাম মুফতি রইস উদ্দিন।
নোমানী ময়দান ঈদগাহর জামাতে বিশিষ্ঠ ব্যাক্তিদের মধ্যে নামাজ আদায় করেণ মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোঃ আলী আকবর, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা শহরের গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সমাজের ধর্মপ্রান মুসলমানরা।
এ ছাড়া শেখ কামাল ইনডোর স্টেডিয়াম, কলেজ মসজিদ, পিটিআই মসজিদ, হাজী সাহেব মাদরাসা মসজিদ, পারনান্দুয়ালী মোল্লাপাড়া মসজিদ, কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ,ব্যাপারীপাড়া জামে মসজিদ, জজকোর্ট মসজিদসহ জেলার সর্বত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামায়াতে দেশের সার্বিক উন্নয়ন কামনা করে মোনাজাত করা হয়।